ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় পৌঁছেছেন

  13-07-2018 06:36PM

পিএনএস ডেস্ক : তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। বিকেল ছয়টায় হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাজনাথ সিং। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের আমন্ত্রণে ঢাকায় এসেছেন তিনি। আগামীকাল শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।

শনিবার যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র উদ্বোধন করবেন রাজনাথ সিং। এরপর রাজশাহীতে সারদা পুলিশ একাডেমিতে ভারত-বাংলাদেশ মৈত্রী ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

রবিবার দুপুরে, রাজনাথ সিং এর সঙ্গে বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এই বৈঠকে যোগ দিতে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধিদল আসছে। বৈঠক শেষে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনের কথা রয়েছে রাজনাথ সিংয়ের।

অন্যদিকে বাংলাদেশের ১৬ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
সবশেষ ২০১৬ সালে দিল্লিতে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন