ঢাকায় পৌঁছেছেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী

  14-07-2018 05:54PM

পিএনএস ডেস্ক :ঢাকায় পৌঁছেছেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ইউরি ইভানোভিচ বরিসভ। শুক্রবার রাত ১১টার দিকে তিনি ঢাকায় পা রাখেন।

উপ-প্রধানমন্ত্রী বরিসভ রাশিয়ার অন্যতম নিরাপত্তা বিশেষজ্ঞ ও পরামর্শক হিসাবে খ্যাত। টানা ৪০ বছর ধরে তিনি নিরাপত্তা বিষয়ে কাজ করেছেন।

মূলত রাশিয়ার সহায়তায় নির্মাণাধীন দেশের প্রথম রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন এবং সেখানে নতুন কিছু প্রকল্পের উদ্বোধন উপলক্ষেই বাংলাদেশে এসেছেন ইউরি বরিসভ। সফরকালে তিনি পাবনায় যাবেন এবং প্রকল্পগুলোর উদ্বোধন করবেন।

প্রসঙ্গত, উপ-প্রধানমন্ত্রী হওয়ার আগে দেশটির প্রতিরক্ষা ও বাণিজ্য উপমন্ত্রী ছিলেন তিনি। মিলিটারি প্রতিষ্ঠানে স্কুলিং হওয়া বরিসভ রেডিও ইলেক্ট্রনিক্স ও গণিত শাস্ত্রে পড়াশোনা করেছেন। প্রায় ২০ বছর (১৯৭৮-৯৮) পেশাগত দায়িত্ব পালন করেছেন সোভিয়েত ইউনিয়ন ও রাশিয়া উভয় সশস্ত্র বাহিনীতে। পরবর্তীতে কাজ করেছেন দেশটির ফেডারেল এজেন্সিতে। সেখানে তিনি উপ-প্রধানের দায়িত্বে ছিলেন। মন্ত্রীত্ব পাওয়ার আগে তিনি মস্কোর সামরিক শিল্প কমিশনের সদস্যও ছিলেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন