গার্মেন্টস শ্রমিকদের বর্তমান বেতন নিয়ে যা বললেন শাজাহান খান

  18-07-2018 02:13PM

পিএনএস ডেস্ক : নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ২০১৩ সালে গার্মেন্টস শ্রমিকদের জন্য বর্তমানে যে বেতন কাঠামো ৫ হাজার টাকা রয়েছে সেটি কোন ভাবেই সঠিক নয় এবং গ্রহণযোগ্য নয়।

নৌমন্ত্রী বুধবার (১৮ জুলাই) সকালে মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষ ও ফলদ মেলার উদ্বোধনের আগে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে একথা বলেন।

মন্ত্রী এসময় গার্মেন্টস শ্রমিকদের বিভিন্ন সংগঠনের ডাকা আন্দোলন প্রসঙ্গে তিনি আরো বলেন, সরকার মালিক পক্ষ ও শ্রমিকদের সাথে বসে আলোচনা করে একটি বেতন কাঠামো নির্ধারণ করবে বলেও তিনি বিশ্বাস করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মো. সরোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জিএমএ গফুর প্রমুখ।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন