শেখ হাসিনাকে গ্রেফতারে নেতৃত্বদানকারী পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

  20-07-2018 02:23AM



পিএনএস ডেস্ক: ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতারে নেতৃত্বদানকারী পুলিশ কর্মকর্তা রংপুর কোতোয়ালী থানার ওসি বাবুল মিঞাকে অবশেষে প্রত্যাহার করা হয়েছে।

এ সংক্রান্ত একটি নির্দেশনা বৃহস্পতিবার রাত ৮টার দিকে থানায় এসেছে বলে নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি (তদন্ত) মুক্তারুল আলম।

২০০৭ সালে শেখ হাসিনাকে গ্রেফতারের সময় বাবুল মিঞার একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে তোলপাড় শুরু হয়।

এছাড়াও নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ এনে বুধবার জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা ওসি বাবুল মিঞাকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেন। তারা রংপুরের ভারপ্রাপ্ত ডিআইজি বশির আহমেদের সঙ্গে দেখা করে বাবুল মিঞাকে প্রত্যাহার করার জন্য ১২ ঘণ্টার আল্টিমেটাম দেন।

কিন্তু বুধবার তাকে প্রত্যাহার না করায় বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে আবারও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলের নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ডিআইজির কাছে গিয়ে তাদের দাবি বাস্তবায়নের কথা বলেন।

তাদের দাবির প্রেক্ষিতে বৃহস্পতিবার সন্ধ্যার পর বাবুল মিঞাকে রংপুর কোতোয়ালী থানার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন