রাজু ভাস্কর্যের সামনে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভ-সমাবেশ

  22-07-2018 05:43PM

পিএনএস ডেস্ক : কোটা সংস্কার আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলা ও নিপীড়নের প্রতিবাদ এবং আন্দোলনরত শিক্ষার্থীদের নিরাপত্তা ও আটকদের মুক্তির দাবিতে বিক্ষোভ-সমাবেশ করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

আজ রোববার রাজু ভাস্কর্যের সামনে বেলা ৩টা থেকে এ বিক্ষোভ-সমাবেশ শুরু হয়। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে শতাধিকআন্দোনকারী শিক্ষার্থীদের অংশগ্রহণে এ বিক্ষোভ-সমাবেশ চলছে।

কোটা আন্দোলনকারী নেতা রাশেদের মা বিক্ষোভ-সমাবেশে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আমার বাবার মুক্তি চাই। আমার ছেলে কোনো রাজনীতি করতো না। সে চাকরির জন্য আন্দোলন করতো। অবিলম্বে তাকে আমার কাছে ফিরিয়ে দেয়া হোক।

আন্দোলনে উপস্থিত রয়েছেন সাধারণ শিক্ষার্থীসহ কোটা আন্দোলনকারী সংগঠনের কেন্দ্রীয় পর্যায়ের নেতারা।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন