এবার নিরাপদ সড়কের জন্য রাস্তায় প্রধানমন্ত্রীর মুখ্যসচিব

  18-08-2018 05:45PM

পিএনএস ডেস্ক : স্টপেজ ছাড়া যাত্রী ওঠা-নামা বন্ধ করাসহ নিরাপদ সড়ক নিশ্চিতে পরিবহনের ফিটনেস ও লাইসেন্স, পরিবহন ও সড়ক ব্যবস্থাপনা বিষয় দেখতে এবার রাস্তায় নেমেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান।

আজ শনি‌বার সকালে নিরাপদ সড়ক নিশ্চিত করতে রাজধানীর উত্তরা থেকে গুলিস্তান পর্যন্ত তার নেতৃত্বে একটি দল বিভিন্ন পয়েন্টে পরিদর্শন করেছেন।

রাস্তায় কোথায় কী সমস্যা সেগুলো চিহ্নিত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যাংক ফ্লোরে মেয়র সাঈদ খোকনের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৫) এসএম অজিয়র রহমান জানান, আমরা উত্তরা থেকে বিভিন্ন পয়েন্টে নেমে দেখেছি, কোথায় কী সমস্যা রয়েছে-সেগুলো মোটামুটিভাবে চিহ্নিত করতে পেরেছি, এসব বিষয়ই সভায় তুলে ধরা হচ্ছে।

আগামী ২০ আগস্ট (সোমবার) থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৭টি নির্দেশনা বাস্তবায়নের কথা রয়েছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন