বঙ্গবন্ধু সেতুতে টোল নেয়া শুরু, চলছে যানবাহন

  21-08-2018 09:29PM

পিএনএস ডেস্ক : অতিরিক্ত যানবাহনের চাপে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধ করে দেয়ার আড়াই ঘণ্টা পর আবার টোল নেয়া শুরু করেছে সেতু কর্তৃপক্ষ।

ফলে সেতুর পূর্বপ্রান্ত দিয়ে যানবাহন পার হতে শুরু করেছে।তবে আড়াই ঘণ্টা টোল আদায় বন্ধ থাকার কারণে যে যানজটের সৃষ্টি হয়েছে সেটি স্বাভাবিক হতে আরও সময় লাগবে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় সন্ধ্যা ৬টা থেকে আবার শুরু হয়েছে।

তিনি বলেন, মহাসড়কে অতিরিক্ত গাড়ির চাপে আড়াই ঘণ্টা টোল আদায় বন্ধ থাকায় যানবাহনের দীর্ঘ লাইন হয়। ৬টার পর থেকে গাড়ি বঙ্গবন্ধু সেতু পার হতে শুরু করেছে।

এভাবে চলতে থাকালে অল্প সময়ের মধ্যেই যানচলাচল আবার স্বাভাবিক হবে বলে তিনি জানিয়েছেন।এর আগে সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়ে শতশত যানবাহন আটকা পড়ে সেতুর পশ্চিমপ্রান্তে যানজটের সৃষ্টি হয়।

এ কারণে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টা থেকে সেতু কর্তৃপক্ষ টোল আদায় বন্ধ করে দেয়। ফলে কোনো যানবাহন সেতু পার হতে না পারায় বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্ত থেকে টাঙ্গাইল করাতিপাড়া এলাকা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন