ঝালকাঠিতে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ভবন উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী

  15-09-2018 05:55PM

পিএনএস, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে ১২তলা বিশিষ্ঠ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ভবনের উদ্বোধন করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

শনিবার দুপুরে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালত কম্পাউন্ডে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিল্পমন্ত্রী প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পরে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য করেন তিনি। অনুষ্ঠানে জেলা ও দায়রা জজ মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক, জেলা প্রশাসক মো. হামিদুল হক, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমানসহ আইনজীবি ও শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

৫২ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে ১২ তলা বিশিষ্ঠ ভবনটি প্রথম দফায় ৮ তলা নির্মান করা হবে। পর্যায়ক্রমে আরও ৪ তলা নির্মান করা হবে বলে সংশ্লিষ্ঠরা জানায়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন