বাংলাদেশে ২০০ বাস রফতানি করবে ভারতীয় কোম্পানি

  16-09-2018 09:48AM

পিএনএস ডেস্ক :বাংলাদেশে ২০০ বাস রফতানির একটি অর্ডার পেয়েছে ভারতের হিন্দুজা গ্রুপের পতাকাবাহী ‘অশোক লেল্যান্ড’।

অশোক লেল্যান্ডের উদ্ধৃতি দিয়ে রবিবার (১৬ সেপ্টেম্বর) ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে।

খবরে বলা হয়, ২০০ সিঙ্গল ডেকারের এসি বাসের এই অর্ডারে মধ্য রয়েছে ইন্টারসিটি এসি বাস এবং সিটি এসি বাস।

এতে আরও বলা হয়, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের (বিআরটিসি) জন্য এটি সম্পূর্ণ বিল্ট-আপ ইউনিট যা ভারতীয় ক্রেডিট লাইনের একটি দরপত্রের অধীনে বিক্রয় করা হবে।

অশোক লেল্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক বিনোদ কাসাসারি বলেন, বাংলাদেশে ডাবল ডেকার বাস রফতানির পর সিঙ্গেল ডেকারের এই অর্ডারটি দেশটির কর্তৃপক্ষের সঙ্গে আমাদের বিশ্বাসের একটি নিদর্শন।

তিনি বলেন, ‘বাংলাদেশ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ রফতানি বাজারগুলির মধ্যে অন্যতম এবং এটি আমাদের মোট রফতানি বৃদ্ধির কৌশল সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন