রোহিঙ্গাদের দেখতে গেলেন শ্রিংলা

  17-09-2018 12:30PM


পিএনএস, কক্সবাজার: মায়ানমারের সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে এসেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

তার নেতৃত্বে ১০ সদস্যের ভারতীয় দল পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি রোহিঙ্গাদের মাঝে ত্রাণ সামগ্রীও বিতরণ করবেন।

সোমবার ঢাকা থেকে একটি ফ্লাইটযোগে সকাল ৯টা ১৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছায় শ্রিংলার নেতৃত্বে প্রতিনিধি দলটি। সেখান থেকে তারা সমুদ্র পাড়ের একটি হোটেলে গিয়ে সকালের নাস্তা সারেন।

এরপর সকাল সাড়ে ১০টার দিকে মেরিন ড্রাইভ দিয়ে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে গাড়িযোগে যাত্রা করেন শ্রিংলা।

চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব শুভাশিস সিনহা বলেন, প্রতিনিধি দলটি রোহিঙ্গাদের মাঝে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করবে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন