জাতীয় সংসদে বাসস বিল-২০১৮ উত্থাপন

  25-09-2018 08:38PM

পিএনএস ডেস্ক :জাতীয় সংসদে ‘বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) বিল-২০১৮’ উত্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) তথ্যমন্ত্রী হাসানুল ইনু বিলটি উত্থাপন করলে পরে তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।

বিল সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, ‘১৯৭৯ সালের অধ্যাদেশ দিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) পরিচালিত হচ্ছে। সামরিক শাসনামলে জারি করা অধ্যাদেশ সর্বোচ্চ আদালত অবৈধ ঘোষণা করায় অধ্যাদেশ অনুসরণ করে নতুন আইন করা হচ্ছে।’

তিনি বলেন, ‘আইন অনুযায়ী বাসস একটি বোর্ডের মাধ্যমে পরিচালিত হবে। ১১ সদস্যের এই বোর্ডে একজন চেয়ারম্যান ও ১০ জন সদস্য থাকবেন, যার মেয়াদ হবে তিন বছর।’

মন্ত্রী আরও বলেন, ‘একজন ব্যবস্থাপনা পরিচালক বাসসের নির্বাহী প্রধান হিসেবে কাজ করবেন। ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেতে হলে সাংবাদিকতায় কমপক্ষে ১৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।’

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, ‘বিদ্যমান বাসসকে সঠিকভাবে পরিচালনার জন্য আইনি কাঠামো প্রদানের লক্ষ্যে নতুন আকারে আইন প্রণয়নের জন্য বিলটি উত্থাপন করা হলো।’

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন