বাংলাদেশ নৌবাহিনীর সাবেক নৌপ্রধান এম এইচ খানের ইন্তেকাল

  14-10-2018 01:22AM

পিএনএস ডেস্ক : বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার এডমিরাল মোশাররফ হোসেন খান মারা গেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)।

শনিবার (১৩ অক্টোবর) সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৭ বছর।

আইএসপিআর বলছে, দীর্ঘদিন ধরে বাধর্ক্যজনিত রোগে ভুগছিলেন রিয়ার অ্যাডমিরাল মোশাররফ হোসেন খান। পরে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। এম এইচ খান ১৯৭৩ সালের ৭ নভেম্বর থেকে ১৯৭৯ সালের পর্যন্ত নৌ প্রধানের দায়িত্ব পালন করেন। তার মেয়াদে ১৯৭৪ সালের ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ নৌবাহিনীর বৃহত্তম প্রশিক্ষণ ঘাঁটি বানৌজা ঈসা খানকে কমিশনিং প্রদান করেন। একই সঙ্গে নৌবাহিনীকে ‘নেভাল এনসাইন’ও প্রদান করা হয়। ১৯৩২ সালের ১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন রিয়ার এডমিরাল এম এইচ খান। এরপর ১৯৫৪ সালে নৌবাহিনীতে যোগ দেন তিনি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন