শাহবাগ ছাড়লো আন্দোলনকারীরা

  14-10-2018 04:07AM

পিএনএস ডেস্ক : সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগ থেকে অবস্থান কর্মসূচি কোনো ঘোষণা ছাড়াই তুলে নিল আন্দোলনকারীরা।

বৈরী আবহাওয়ার কারণে শনিবার (১৩ অক্টোবর) রাত দশটা নাগাদ শাহবাগ ছেড়ে যান তারা।

এর আগে বিকেলে জাতীয় জাদুঘরের সামনে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ’ এর ব্যানারে সমাবেশ করে আন্দোলনকারীরা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং চাকুরি প্রত্যাশীরা অংশ নেয় এ কর্মসূচিতে। এরপর বিকেল সাড়ে ৫ টার কিছু আগে শাহবাগ মোড়ে অবরোধ করে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় বন্ধ হয়ে যায় আশপাশের সড়কের যান চলাচল।

বিকেলের দিকে রাজধানীতে থেমে থেমে বৃষ্টি শুরু হলে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া আন্দোলনকারীর সংখ্যা কমতে থাকে। রাত ৮টা নাগাদ ৮/১০ জন অান্দোলনকারীকে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করতে দেখা যায়। এর ঘণ্টাখানেক পরে ব্যানার গুটিয়ে কোনো ঘোষণা ছাড়াই তারাও শাহবাগ ছাড়েন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন