গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব দলের অংশগ্রহণ জরুরি: ইইউ

  18-10-2018 02:00PM


পিএনএস ডেস্ক: গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব দলের অংশগ্রহণ জরুরি বলে দাবি করেছে ইউরোপীয় ইউনিয়ন। সকালে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) ৭ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক শেষে এ দাবি করা হয়।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কেএম নূরুল হুদার কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে উপস্থিত রয়েছেন, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, ইসি সচিব হেলালুদ্দীন আহমদ প্রমুখ।

ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত রেনজি টেরিংকের নেতৃত্বে ওই প্রতিনিধি দলে রয়েছেন বৃটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, স্পেন, ডেনমার্ক, নেদারল্যান্ডের রাষ্ট্রদূত ও প্রতিনিধি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন