দেশে ফিরেছেন স্পিকার শিরীন শারমিন

  19-10-2018 12:42AM

পিএনএস ডেস্ক : সুইজারল্যান্ডের জেনেভায় ১৩৯তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এসেম্বলিতে অংশগ্রহণ শেষে বৃহস্পতিবার দেশে ফিরেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

আইপিইউ ও সুইস পার্লামেন্টের আয়োজনে জেনেভায় ১৪-১৮ অক্টোবর পর্যন্ত এ এসেম্বলি অনুষ্ঠিত হয়।

ড. শিরীন শারমিন চৌধুরী আইপিইউ এসেম্বলিতে ‘উদ্ভাবন ও প্রযুক্তিগত পরিবর্তনের যুগে শান্তি ও উন্নয়নে সংসদীয় নেতৃত্ব’ শীর্ষক জেনারেল ডিবেট ও স্ট্যান্ডিং কমিটি অন সাসটেইনেবল ডেভলপমেন্ট, ফিন্যান্স এ্যান্ড ট্রেন্ড শীর্ষক ডিবেটে বক্তৃতা করেন।

এসময় তিনি আইপিইউ’র জেনারেল সেক্রেটারি মার্টিন চুং গং এর সাথে সাক্ষাৎ করেন।

উল্লেখ্য, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে ১৭ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল এসেম্বলিতে অংশ নেন।

স্পিকারকে স্বাগত জানাতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন