চাঁদা না দেওয়াই দক্ষিণ আফ্রিকায় ৪ বাংলাদেশিকে পুড়িয়ে হত্যা

  20-10-2018 11:53PM

পিএনএস ডেস্ক : চাঁদা না দেয়ায় দক্ষিণ আফ্রিকায় একই পরিবারের ৩ জনসহ চার বাংলাদেশিকে পুড়িয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। স্থানীয় সময় শনিবার (২০ অক্টোবর) ভোরে দেশটির নর্থ ওয়েস্ট প্রদেশের ব্রিটস শহরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফেনীর দাগনভূঞা পৌরসভার ৫নং ওয়ার্ডের বজলের রহমান খানের ছেলে মমিনুল হক (৫০), সোনাগাজী উপজেলার চর মজলিশপুর গ্রামের আবুল খায়েরের দুই ছেলে আনোয়ার হোসেন (২৫) ও মোশাররফ হোসেন (২৮) এবং জামালপুরের মোহাম্মদ ইব্রাহীম। আনোয়ার ও মোশাররফ সম্পর্কে মামা-ভাগ্নে।

মমিনুল হকের বড় ভাই নবিউল হক খান জানান, সকালে দক্ষিণ আফ্রিকা থেকে তার আরেক ভাগ্নে আমজাদ হোসেন মোবাইল ফোনে জানিয়েছেন- তারা ৯-১০ বছর ধরে সেখানে একটি দোকান দিয়ে বসবাস করছিলেন। বেশ কিছুদিন ধরে স্থানীয় কিছু সন্ত্রাসী চাঁদা দাবি করে আসছেন। এরই জের ধরে শনিবার ভোরে সন্ত্রাসীরা বাহির থেকে তাদের দোকানে আগুন লাগিয়ে দেয়। এতে চার জন মারা যান।

ফেনীর দাগনভূঞাঁ থানার পরিদর্শক (ওসি) সালেহ আহম্মদ পাঠান জানান, নিহতদের পারিবারিক সূত্রে আমরা খবর পেয়েছি- দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ফেনীর তিনজনসহ ৪ জনের মৃত্যু হয়েছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন