আজ ৬৬টি মিনি স্টেডিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

  21-10-2018 04:30AM

পিএনএস ডেস্ক :দেশের ক্রীড়াঙ্গনে নতুন যুগের সূচনা করতে আজ রবিবার ৬৬টি মিনি স্টেডিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পিএমও সূত্র জানায়, প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে আজ সকাল ১১টায় এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পূত্র শেখ রাসেলের নামে নামকরণকৃত ৬৬টি মিনি স্টেডিয়াম উদ্বোধন করবেন।

মিনি স্টেডিয়ামগুলো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একটি প্রকল্পের আওতায় নির্মাণ করা হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী এ প্রকল্পের প্রথম ধাপে ১শ’ ৩১টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে।

প্রসঙ্গত, প্রকল্পটি ২০১৫ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর অনুমোদন লাভ করে। প্রকল্পটির ব্যয় ধরা হয় ১শ’ ২৩ কোটি টাকা।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন