আজ ১০ম জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশন বসছে

  21-10-2018 05:59AM

পিএনএস ডেস্ক :আজ রবিবার বিকাল সাড়ে ৪টায় দশম জাতীয় সংসদের সর্বশেষ ২৩তম অধিবেশন বসছে। জানা যায়, এবারের অধিবেশন সংক্ষিপ্ত হবে।

অধিবেশন শুরুর আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠেয় কার্য-উপদেষ্টা কমিটির সভায় অধিবেশনের মেয়াদ ও কার্যক্রম চূড়ান্ত করা হবে।

গত ৪ অক্টোবর সংবিধানের ৭২ (১) অনুচ্ছেদে প্রাপ্ত ক্ষমতাবলে নতুন অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৯ জানুয়ারি ১০তম সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন