অসম্ভবকে সম্ভব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা: বেনজীর আহম্মেদ

  23-10-2018 08:24PM

পিএনএস ডেস্ক : র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহম্মেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক অসম্ভবকে সম্ভব করেছেন। প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিরসন করেছেন, মিয়ানমারের সঙ্গে বিরোধ নিষ্পত্তি করেছেন। ১০০ বছর পর বাংলাদেশ কেমন হবে এখনি পরিকল্পনা শুরু করেছেন এ জন্য তিনি ডেলটা প্লান করেছেন।

মঙ্গলবার সকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলার নদীভাঙন কবলিত দুর্গত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বেনজীর আহম্মেদ বলেন, নদীভাঙনে যা কিছু পদ্মা ধ্বংস করেছে তার চেয়ে বেশি কিছু আপনারা করতে পাবেন। আপনারা মনোবল হারাবেন না, আস্থা হারাবেন না। আপনারা দুর্যোগ কাটিয়ে উঠবেন। প্রধানমন্ত্রী আপনাদের পাশে আছেন।

নড়িয়া উপজেলা শহীদ মিনার চত্বরে এ সময় ত্রান বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামূল হক শামীম। র‌্যাবের মিডিয়া ও লিগ্যাল ডাইরেক্টর কমান্ডর মুফতি মাহমুদ খান, ডিরেক্টর এয়ার মো. নজরুল ইসলাম, র‌্যাব-৮ এর কমান্ডার আতিকা ইসলাম, জেলা প্রশাসক কাজী আবু তাহের, পুলিশ সুপার আবদুল মোমেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াসমীন, নড়িয়া পৌরসভার মেয়র শহীদুল ইসলাম বাবু রাঢ়িসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

পরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পক্ষ থেকে নড়িয়ার নদীভাঙন কবলিত ২০০ দুর্গত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন বেনজীর আহম্মেদ। বেনজীর আহম্মেদ নড়িয়া উপজেলার মূলফৎগঞ্জ নদীভাঙন এলাকা পরিদর্শন করেন।


পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন