হাসপাতাল থেকে ছাড়া মেলেনি এরশাদের

  23-10-2018 10:16PM

পিএনএস ডেস্ক : হঠাৎ অসুস্থ হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হওয়া জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ছাড়া পাননি। তবে তার অবস্থা আগের চেয়ে সুস্থ বলে জানিয়েছেন তার দলের নেতারা।

রবিবার হঠাৎ অসুস্থ হলে জাতীয় পার্টির চেয়ারম্যানকে সিএমএইচে ভর্তি করা হয়। ২০১৪ সালের জাতীয় নির্বাচনের আগেও তাকে একই হাসপাতালে ভর্তি করা হয়।

সোমবার বিষয়টি জানাজানি হয়। এরশাদের অসুস্থতা নিয়ে তার দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। যদিও তার দলের একাধিক নেতা ব্যক্তিগতভাবে গণমাধ্যমে কথা বলেছেন।
এরশাদের উপপ্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী বলেন, ‘স্যার (এরশাদ) আগের থেকে এখন অনেক ভালো আছেন। তার চিকিৎসা চলছে। অনেকে আসছেন তার সাথে দেখা করতে তিনি তাদের সাথে গল্প করছেন, পেপার পড়ছেন। নিজেই হাসপাতালের ক্যান্টিনে নাস্তা করে নিজেই আবার রুমে ফিরছেন।’

‘আজ দুপুরে তাকে রিলিজ দেবার কথা ছিল বলে জানতে পেরেছিলাম। তবে যে ডাক্তার দেখছেন তিনি দুপুরে আসেননি। তাই হয়ত আজ হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না।’

জালালী বলেন, ‘স্যারের গুরুত্বর এমন কিছু হয়নি যেটা নেয় চিন্তার কারণ থাকবে। তার নতুন করে তার শরীরে তেমন কোন সমস্যা তৈরি হয়নি। রক্তস্বল্পতা তৈরি হওয়া এটা তার আগের সমস্যা। বর্তমানে তিনি যে চিকিৎসা নিচ্ছেন এটা তার স্বাভাবিক চিকিৎসার একটা অংশ।’

এরশাদ বেশ কিছুদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ। গত শনিবারের মহাসমাবেশে তিনি চেয়ারে বসে বক্তব্য রাখেন অসুস্থতার জন্যই।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন