হাউজ অব কমনসের স্পিকারের সাথে শিরীন শারমিনের সাক্ষাৎ

  08-11-2018 10:30PM

পিএনএস ডেস্ক : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী যুক্তরাজ্যের হাউজ অব কমনসের স্পিকার মি. জন বারকাউ’সের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার সকালে তিনি এ সাক্ষাৎ করেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ‘ওমেন এমপি’স অব দ্য ওয়াল্ড’ সম্মেলনে অংশগ্রহণের জন্য যুক্তরাজ্যের ওয়েস্ট মিনিস্টার হলে পৌঁছালে হাউজ অব কমনসের স্পিকার তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

সাক্ষাৎকালে তারা দুই দেশের পার্লামেন্টের বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং ‘ওমেন এমপি’স অব দ্যা ওয়াল্ড’ সম্মেলনের সফলতা কামনা করেন।

বৃহস্পতিবার বিকালে স্পিকার ‘এন্ডিং ভায়োলেন্স এগেইনস্ট উইমেন অ্যান্ড গার্ল’ শীর্ষক সেশনে সভাপতিত্ব করবেন। এর আগে গতকাল ড. শিরীন শারমিন চৌধুরী যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে’র আমন্ত্রণে ১০ ডাউনিং স্ট্রিট এ নৈশভোজে অংশগ্রহণ করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন