বেসরকারিভাবে ইভিএম আনায় সন্দেহ বৃদ্ধি পেয়েছে: সাবেক সিইসি

  10-11-2018 05:43PM

পিএনএস ডেস্ক : সাবেক সিইসি ড. এ টি এম শামসুল হুদা বলেছেন, পরিকল্পনা ছিল বুয়েটের নকশায় ও বাংলাদেশ মেশিন টুলসের মাধ্যমে ইভিএম তৈরি করার। কিন্তু এখন বেসরকারিভাবে এটি আনায় সন্দেহ বৃদ্ধি পেয়েছে।

শনিবার (১০ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত জাতীয় নির্বাচনী অলিম্পিয়াড শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।

শামসুল হুদা বলেন, সকল দল যদি ইভিএমে রাজি না হয়, আর আপনি সব দলের অংশগ্রহণে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে চান তাহলে তা থেকে বিরত থাকা উচিত।

সুজনের সভাপতি ও সাবেক তত্ত্ববধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সুজনের সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। এছাড়া, আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান প্রমুখ।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন