‘অতিউৎসাহী হয়ে নির্বাচনী কর্মকর্তাদের হয়রানি করবেন না’

  18-11-2018 02:55PM

পিএনএস ডেস্ক: যেসব কর্মকর্তাদের নির্বাচনী কাজের জন্য নিয়োগ করা হয়েছে তাদেরকে অহেতুক হয়রানি না করার জন্য প্রশাসনকে নির্দেশ দিচ্ছেন বলে জানান নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। তিনি বলেন, রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়া পুলিশ কাউকে হয়রানি করতে পারবে না। কেউ করে থাকলে অতিউৎসাহি হয়ে করছে।

আজ রোববার ইসি ভবনে নিজের দফতরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কমিশনার রফিকুল ইসলাম বলেন, কারো রাজনৈতিক কি পরিচয় সেটা আমরা জানতে বলিনি। আমাদের নির্দেশনা হলো যারা নির্বাচনী কাজে নিয়োজিত হবে তাদের ব্যাপারে কোনো ধরণের আইনী সমস্যা আছে কিনা। বেসরকারী প্রতিষ্ঠান থেকেও তো নিয়োগপ্রাপ্ত হবে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন