নির্বাচনী হলফনামায় ভুল তথ্য দিলে ব্যবস্থা: দুদক চেয়ারম্যান

  19-11-2018 04:50PM

পিএনএস ডেস্ক : নির্বাচনী হলফনামায় রাজনীতিকদের সঠিক তথ্য দেওয়ার আহ্বান জানিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, কেউ ভুল তথ্য দিয়ে থাকলে অনুসন্ধান করা ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

দুদক চেয়ারম্যান আরও বলেন, আমি মনে করি না, কোনো দুর্নীতিবাজকে আমাদের দেশের মানুষ নির্বাচিত করবে, এটা আমার বিশ্বাস হয় না। যদি এমন কিছু হয়, তাহলে আমরা আমাদের আইনের আওতায় আনার চেষ্টা করব। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনককারীদের চরিত্র জনসম্মুখে তুলে ধরব বলেও উল্লেখ করেন তিনি।

দুর্নীতির সমস্যাটা হিমালয় পাহাড়ের মতো হয়ে গেছে মন্তব্য করে ইকবাল মাহমুদ বলেন, আপনি যদি ডানে হাত দেন দুর্নীতি, বামে হাত দেন দুর্নীতি। সেজন্যই বলি যে, শুধু আমরা একা হইচই করলে হবে না। এতে আপনাদের লাগবে, সরকার লাগবে, সবাইকে লাগবে। আমরা চাই, একটা সুন্দর দেশ, দুর্নীতিমুক্ত একটি দেশ। আমাদের দেশের ইজ্জত যদি রাখতে চাই, তাহলে একযোগে কাজ করতে হবে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন