‘দুর্নীতি স্বাধীনতার স্বপ্নকে ধূলিসাৎ করছে’

  09-12-2018 01:22PM


পিএনএস ডেস্ক: প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘দুর্নীতি মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার স্বপ্নকে ধূলিসাৎ করছে। সবাইকে একযোগে দুর্নীতিকে না বলতে হবে এবং বয়কট করতে হবে।’

রবিবার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত ‘সততা সংঘ’-এর সমাবেশে প্রধান বিচারপতি এ কথা বলেন।

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘দেশপ্রেমের মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তুলে দুর্নীতি কমিয়ে আনা সম্ভব।’

তিনি আরো বলেন, দুর্নীতি সমাজের সর্বত্র বিরাজ করছে। এটি আজ জাতীয় ব্যাধিতে পরিণত হয়েছে। এ কারণে সমাজে বৈষম্য তৈরি হচ্ছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন