ফের ৫৪ নিউজ পোর্টাল বন্ধ

  11-12-2018 03:17PM


পিএনএস ডেস্ক : খুলে দেয়ার পর আবারও ৫৪টি নিউজ পোর্টাল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

এর আগে প্রথমে ৫৮টি ওয়েবসাইট বন্ধ করে আবার সেগুলো চালু করে দেয়া হয়।

পরে চারটি অনলাইন নিউজ পোর্টাল (ঢাকাটাইমস, রাইজিংবিডি, পরিবর্তন, প্রিয়ডটকম) খুলে দিয়ে সোমবার রাতে ৫৪ টি সাইট আবার বন্ধ করে দেয় বিটিআরসি।

রোববার বিটিআরসি থেকে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) ও ইন্টারনেট সেবা প্রদানকারী (আইএসপি) সংস্থাকে এসব ওয়েবসাইট বন্ধের নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছিল।

বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক জাকির হোসেন গণামধ্যমকে জানান, বন্ধ করে দেয়া সবগুলো ওয়েব পোর্টাল সোমবার বিকাল পাঁচটার দিকে খুলে দেয়া হয়।

তবে এদিন সন্ধ্যায় একপর্যায়ে বন্ধ করে দেয়া ওয়েবসাইটগুলো খুলে দেয়া হয়।

কিছুক্ষণ পরেই আবার চারটি নিউজপোর্টাল রেখে বাকিগুলো বন্ধ করে দেয়া হয়।

খুলে দেয়া নিউজপোর্টাগুলো হলো- প্রিয়ডটকম, ঢাকাটাইমস২৪ডটকম, রাইজিংবিডি এবং শীর্ষনিউজডটকম।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন