হার্ডিঞ্জ ব্রিজে গার্ডারের ধাক্কায় নিহত ২

  14-12-2018 09:26AM


পিএনএস ডেস্ক: পাবনার ঈশ্বরদী উপজেলায় হার্ডিঞ্জ ব্রিজের ওপরে আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনের ছাদে ভ্রমণরত দুই ট্রেনযাত্রী নিহত হয়েছে। ট্রেনটি হার্ডিঞ্জ ব্রিজ অতিক্রমের সময় এর ছাদে থাকা যাত্রীদের অসাবধানতায় গার্ডারের সঙ্গে ধাক্কা লেগে যায়। এ সময় আহত হয়েছেন আরো ছয়জন।

আজ শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে ঈশ্বরদীর পাকশী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ‍ওসি বাহুদ্দিন ফারুকী।

নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- আব্দুল হাকিম (১৭) ও বগুড়ার শৈলগাড়ি গ্রামের হফিজার রহমানের ছেলে ও শিবগঞ্জের জালাদুদ্দিনের ছেলে রবিউল (২২)।

শহিদুল ইসলাম শহিদ জানান, ভোরে আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে খুলনায় যাচ্ছিল। পাকশি ও ভেড়ামাড়া সংযোগ হার্ডিঞ্জ ব্রিজের গার্ডারের ধাক্কায় ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়।

আহতদের পাকশি রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন