জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন মঙ্গলবার

  17-12-2018 10:21PM

পিএনএস ডেস্ক : জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির দ্বিবার্ষিক নির্বাচন মঙ্গলবার অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ক্লাব প্রাঙ্গণে ভোট গ্রহণ করা হবে।

নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের মোট ১৭টি পদে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ১ হাজার ২১২ জন।

এবারের নির্বাচনে সাইফুল আলম-ফরিদা ইয়াসমিন এবং শওকত মাহমুদ-ইলিয়াস খানের নেতৃত্বে দুটি পূর্ণাঙ্গ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এ ছাড়া প্যানেলের বাইরে বিভিন্ন পদে ১০ জন প্রতিদ্বন্দ্বী আছেন।

নির্বাচন উপলক্ষে প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক শাহ আলমগীরকে চেয়ারম্যান করে পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। অন্য সদস্যরা হলেন- মো. মোস্তফা-ই-জামিল, এসএএম শওকত হোসেন, মোস্তাফিজুর রহমান ও উদয় হাকিম।

এদিকে সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ২২তম দ্বিবার্ষিক সাধারণ সভা ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। নবীন-প্রবীণ বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতিতে সাধারণ সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান। সভায় সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও কোষাধ্যক্ষ কার্তিক চ্যাটার্জী পৃথক প্রতিবেদন উপস্থাপন করেন। পরে ক্লাব সদস্যদের সর্বসম্মতিক্রমে তা পাস হয়।

সাধারণ সভায় জানানো হয়, ক্লাবের সদস্য সংখ্যা এক হাজার ২৯২ জন। এর মধ্যে এক হাজার ২১২ জন স্থায়ী ও ৭১ জন সহযোগী সদস্য। নির্বাচনের পর নতুন সদস্যপদ দেওয়ার বিষয়টি অগ্রাধিকার দেওয়া হবে।

সভাপতির বক্তব্যে ক্লাব সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান বলেন, ক্লাবের জমিতে ৩১ তলা বিশিষ্ট অত্যাধুনিক বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেপ নির্মাণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এ জন্য ক্লাবের জমির লিজ বরাদ্দ নিয়ে যে জটিলতা ছিল তা নিরসন করা হয়েছে। আশা করছি, নতুন নির্বাচিত কমিটি ক্লাব সদস্যদের স্বপ্নের মিডিয়া কমপ্লেপ নির্মাণ কাজ শুরু করে এগিয়ে নিয়ে যাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 'বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেপ' নির্মাণসহ বিদ্যমান ভবনের সংস্কার কাজে সর্বাত্মক সহযোগিতা করছেন বলেও জানান তিনি।

সাধারণ সভায় প্রেস ক্লাবের সদস্য প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সাবেক সভাপতি শওকত মাহমুদ, বর্তমান সহসভাপতি সাইফুল আলম, জাহিদুজ্জামান ফারুক, সাইফুল ইসলাম, তরুণ তপন চক্রবর্তী, শুক্কুর আলী শুভ প্রমুখ বক্তব্য দেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন