ড্রেজিং করে ভাঙনে বিলীন হওয়া ভূমি উদ্ধার করা হবে: এনামুল হক শামীম

  13-01-2019 04:57PM

পিএনএস ডেস্ক : পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম নড়িয়ায় পদ্মা নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষদের জানিয়েছেন আগামী বর্ষা সৌসুমের আগেই ভাঙন রোধ করা হবে। তিনি বলেন, নড়িয়ার আর এক ইঞ্চি জমিও নদীতে বিলীন হতে দেব না। আর ড্রেজিং করে ভাঙনে বিলীন হওয়া ভূমি উদ্ধার করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে ওই জমি ক্ষতিগ্রস্তদের মাঝে ফেরত দিতে হবে।

আজ রবিবার ভাঙন কবলিত পূর্ব নড়িয়া এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এমন আশ্বাস দিয়েছেন।

উপমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এনামুল হক শামীম রবিবার নড়িয়া যান। তিনি নৌ-পথে স্পিডবোট যোগে ভাঙন কবলিত জাজিরা ও নড়িয়ার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

বেলা ১২টার দিকে তিনি নড়িয়া পৌর সভার পূর্ব নড়িয়া এলাকায় পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের সাথে মতবিনিময় করেন।

এরপর তিনি নড়িয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন সমন্বয় কমিটির সভায় যোগ দেন। তাছাড়া নড়িয়া উপজেলা আ. লীগ আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সাংসদ ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের সাংসদ নাহিম রাজ্জাক, জেলা পরিষদের চেয়ারম্যান সাবেদুর রহমান খোকা সিকদার, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবীর বিন আনোয়ার, পানি উন্নয়ন বোর্ডের মহা-পরিচালক মাহফুজুর রহমান, জেলা প্রশাসক কাজী আবু তাহের, পুলিশ সুপার আব্দুল মোমেন, জেলা আ. লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে।

পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম আরও বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন নড়িয়ার মানুষের যাতে আর চোখের জল ফেলেতে না হয়। আমি পানি সম্পদ মন্ত্রণালয়ের উধ্বর্তন কর্মকর্তাদের সাথে সভা করেছি। ভাঙন রোধের প্রকল্পটির অগ্রগতি দেখতে এসেছি। ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলেছি। বর্ষার আগেই নড়িয়ার ভাঙন রোধ করা হবে।

পিএসএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন