‘বিদ্যুতের ঋতুভিত্তিক চাহিদার অবসান ঘটাতে হবে’

  15-01-2019 10:30PM

পিএনএস ডেস্ক : প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, গ্রীষ্ম ও শীত মৌসুমে বিদ্যুতের চাহিদার পার্থক্য বাংলাদেশের জন্য বড় দুশ্চিন্তার বিষয়। এটা কমিয়ে আনতে না পারলে বিদ্যুৎ খাতের ব্যয় কমবে না। আগামী দিনগুলোতে এ বিষয়ে কাজ করতে হবে।

মঙ্গলবার বিদ্যুৎ ভবনে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধামন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা পদে তৌফিক-ই-ইলাহীর পুনঃনিয়োগ উপলক্ষে বিদ্যুৎ খাতের আওতাধীন সব দপ্তর, সংস্থা ও কোম্পানির পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়।

জ্বালানি উপদেষ্টা আরও বলেন, সাধারণ মানুষের জন্য বঙ্গবন্ধুর মনে গভীর মমত্ববোধ ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যেও সাধারণ মানুষের জন্য খুবই মমত্ববোধ ও দায়বদ্ধতা আছে। আমাদেরও উচিত এ গুণগুলো ধারণ করে সাধারণ মানুষকে সেবা দেওয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান মঈন উদ্দিনসহ বিদ্যুৎ বিভাগের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন