জাতীয় নেতা শহীদ এম. মনসুর আলীর ১০১তম জন্মদিবস উদযাপন

  16-01-2019 03:27PM

পিএনএস ডেস্ক : বঙ্গবন্ধুর একনিষ্ঠ সহযোদ্ধা জাতীয় নেতা সিরাজগঞ্জের কৃতি সন্তান শহীদ এম. মনসুর আলীর ১০১তম জন্মদিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমীর উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় থেকে র‌্যালি বের করা হয়।

শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার সভাপতিত্বে শহীদ এম. মনসুর আলী স্মৃতিচারণমূলক বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ, আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট কে.এম. হোসেন আলী হাসান, আবু ইউসুফ সুর্য্য ও কৃষক লীগ নেতা আব্দুল লতিফ তারিন।

এছাড়াও শহীদ এম মনসুর আলীর জীবনী নিয়ে লেখা একটি বই এর মোড়ক উন্মোচন করা হয়। র‌্যালি ও আলোচনা সভায় বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষকসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন