কুয়েতে বাংলাদেশ দূতাবাসে ভাঙচুর, আহত ৪

  18-01-2019 03:20PM

পিএনএস ডেস্ক : কুয়েতে গত বৃহস্পতিবার বকেয়া বেতনের দাবিতে দূতাবাসের সামনে বিক্ষোভ সমাবেশ করে কয়েকশ বাংলাদেশি শ্রমিক। এ সময় বিক্ষোভ থেকে একদল শ্রমিক বাংলাদেশ দূতাবাসে ঢুকে ভাঙচুর চালায়। এ ঘটনায় দূতাবাসের কাউন্সিলরসহ আহত হয়েছেন চারজন।

জানা যায়, কুয়েতের লেসকো কোম্পানিতে প্রায় তিনশ বাংলাদেশি শ্রমিক কাজ করছিলেন। তবে তিন মাস ধরে তারা বেতন পাচ্ছিলেন না। বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সমাবেশ থেকেই দূতাবাসে হামলা চালান হয়।

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম বলেন, শ্রমিকরা দূতাবাসে এলে তাদের আশ্বস্ত করা হয়, ওই কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে এ সমস্যার সমাধান করা হবে। তবে শ্রমিকরা তা না শুনেই বাংলাদেশ দূতাবাসে ভাঙচুর চালিয়েছে।

ভাঙচুর করা হয়েছে দূতাবাসের আসবাবপত্র ও কম্পিউটারও। পরে স্থানীয় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সূত্র: প্রবাস কথা

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন