বাংলাদেশে আরও ৩১ রোহিঙ্গাকে পাঠাতে চায় ভারত

  19-01-2019 09:01PM

পিএনএস ডেস্ক: ভারত থেকে মিয়ানমারে পাঠানোর ভয়ে থাকা ৩১ জন রোহিঙ্গা ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে এদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে।

২৫ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. শফিক সাংবাদিকদের বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তে ২০২৯ পিলারের কাছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাজিয়াতলী সীমান্ত দিয়ে ৩১ জন রোহিঙ্গা নারী-পুরুষ-শিশু সীমান্তরেখায় অবস্থান করছে।

তিনি আরও বলেন, আমরা মনে করি তারা ভারতীয় নাগরিক। পতাকা বৈঠকের পর তাদের সম্পর্কে জানা যাবে।

মেজর মো. শফিক বলেন, বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে এদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এদের যেন বিএসএফ বাংলাদেশে প্রবেশ না পারে সে জন্য বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে বলে তিনি জানান।

কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম মান্নান জাহাঙ্গীর বলেন, শুক্রবার রাত থেকে কসবা কাজিয়াতলী সীমান্তে কাঁটাতারের বেড়ার ওপার থেকে ৩১ জন রোহিঙ্গাকে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

৩১ জন রোহিঙ্গার মধ্যে ছয় জন নারী, আটজন পুরুষ এবং ১৭ জন শিশু রয়েছে। তারা দুই দেশের শূন্যরেখায় খোলা জায়গায় অবস্থান করছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন