আগামী পাঁচ বছরে নতুন ৫০ হাজার পুলিশ নিয়োগের নির্দেশ

  21-01-2019 02:13PM

পিএনএস ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী পাঁচ বছরে আরও ৫০ হাজার পুলিশ নিয়োগ দেয়ার নির্দেশ দিয়েছেন। রোববার (২০ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় তিনি এ নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আগে পুলিশ বাহিনী কাজ করত পারতো না। না ছিল তাদের লোকবল, না ছিল তাদের কোনো অবকাঠামো সুবিধা, না ছিল ট্রেনিংয়ের সুবিধা। সব দিক থেকে অবহেলার শিকার ছিল। আমরা প্রথম বাজেটেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ্দ দ্বিগুণ করে দিয়েছিলাম। ট্রেনিংয়ের সুযোগ সৃষ্টি, অবকাঠামো উন্নয়নের চেষ্টা তখন আমরা করি। আমাদের চেষ্টা ছিল, যারা জনগণের নিরাপত্তা দেবে তাদের জনগণের আস্থা অর্জন করতে হবে। যখন তারা সঠিক সেবা দেবে, তখনই মানুষের আস্থা অর্জন করতে পারবে।

তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তার জন্য আমরা ১০ বছরে অনেক পুলিশ নিয়োগ দিয়েছি। আগামী ৫ বছরে আরও ৫০ হাজার পুলিশ নিয়োগ দিতে হবে। যাতে জনগণ সঠিক সেবা পেতে পারে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন