আদিবাসীদের ৭ দফা দাবি

  22-01-2019 02:40PM

পিএনএস ডেস্ক : সাংবিধানিক স্বীকৃতি, কৃষ্টি সংস্কৃতিক প্রথা ঐতিহ্য সংরক্ষণ, আদিবাসী মন্ত্রণালয় গঠন, নিজ ভাষায় শিক্ষার সুযোগ, আদিবাসী নারী-পুরুষদের প্রতি নির্যাতন অত্যাচার বন্ধ, তাদের বসাবসের ভিটা ফেরত ও আদিবাসী মুক্তিযোদ্ধাদের গেজেটভুক্ত ৭ দফার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন করেছে আদিবাসীরা।

মঙ্গলবার দুপুর ১২ টার দিকে উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিংগু মুরমুর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. প্রভাত টুডু, বেলাসিউদশ মুরমু, মদন মুরমু, হাকিম মুরমু বাবুলাল টপ্যসহ প্রমুখ।

সংবাদ সম্মেলনে বক্তরা বলেন, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, কৃষ্টি-সংস্কৃতিক প্রথা ঐতিহ্য সংরক্ষণ, বিকাশের উদ্যোগ, আদিবাসী মন্ত্রণালয় গঠন, আদিবাসী শিশুদের প্রাথমিক বিদ্যালয়ে নিজ ভাষায় শিক্ষার সুযোগ, বাধ্যতামূলক শিক্ষার আওতায় আনা, আদিবাসী নারী-পুরুষদের প্রতি নির্যাতন অত্যাচার হত্যা ধর্ষণকারীদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির বিধান, সরকারী খাস, দীর্ঘদিন যাবৎ বসাবসের ভিটা ফেরত ও আদিবাসী মুক্তিযোদ্ধাদের গেজেটভুক্ত করা এবং তাদেরকে সরকারীভাবে সুযোগ-সুবিধা প্রদান করার দাবি জানান।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন