ইতালিতে অর্থমন্ত্রী মোস্তফা কামালকে অভ্যর্থনা

  13-02-2019 08:57AM


পিএনএস ডেস্ক: আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD) এর ৪২তম গভর্নিং কাউন্সিলে যোগ দিতে ইতালি পৌঁছেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। মঙ্গলবার স্থানীয় সময় রাত আটটায় রোমের লিউন্যার্দো দ্যা ভিঞ্চি বিমানবন্দরে পৌঁছালে ইতালিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্টদূত আব্দুস সোবহান সিকদার তাকে শুভেচ্ছা জানান।

এদিক হোটেল লবিতে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মো. ইদ্রিস ফরাজী, সহ সভাপতি জাহাঙ্গীর ফরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, সাংগঠনিক সম্পাদক লুৎফর সর্দার, জামান মোক্তার, আওয়ামী লীগ সদস্য ফারুক ফরাজী, যুবলীগ নেতা সোহেল বক্সী, রুহুল আমিন, স্বপন দাস এবং বাংলা প্রেস ক্লাব ইতালীর সাধারণ সম্পাদক রিয়াজ হোসেনসহ আরো অনেকে। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ইতালি আওয়ামী লীগের আয়োজনে সংবর্ধনা দেওয়া হবে।

উল্লেখ্য, মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ইফাত সম্মেলন শেষে আগামী ১৬ ফেব্রুয়ারি দেশ ফিরবেন বলে জানা গেছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন