যারা আত্মসমর্পণ করেনি তাদের ছাড় দেওয়া হবে না: আইজিপি

  16-02-2019 03:18PM

পিএনএস ডেস্ক : ইয়াবা ব্যবসায়ীদের আত্মসমর্পণ আজ বাংলাদেশে এক নজির স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন পুলিশ প্রধান (আইজিপি) ড. মো. জাবেদ পাটোয়ারী।

তিনি বলেন, পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর একার পক্ষে মাদক ব্যবসা প্রতিহত করা সম্ভব নয়। সামাজিক আন্দোলন গড়ে তুলে মাদক ব্যবসা বন্ধ করতে হবে। মাদকের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবেই। যারা এখনো আত্মসমপর্ণ করেননি তারা সাবধান, কাউকে ছাড় দেওয়া হবে না।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) কক্সবাজারের টেকনাফ উপজেলায় টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ইয়াবা ব্যবসায়ীদের আত্মসমর্পণ অনুষ্ঠানে এসব কথা বলেন আইজিপি।

এসময় বাকি মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পণের আহ্বান জানান তিনি।

ড. মো. জাবেদ পাটোয়ারী বলেন, আত্মসমর্পণকারীদের মামলা দ্রুত নিষ্পত্তির ব্যাপারটি দেখা হবে। তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিতে সরকার সব ব্যবস্থা গ্রহণ করবে।

এ দিন বেলা ১১টার দিকে টেকনাফের আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির তিন ভাইসহ ১০২ ইয়াবা কারবারি আত্মসমর্পণ করেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন