ফেসবুকে ভুয়া পেজ, আইনি ব্যবস্থা নেবেন পররাষ্ট্রমন্ত্রী

  16-02-2019 04:28PM


পিএনএস ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের নামে খোলা ভুয়া আইডি ব্যবহারকারীদের সতর্ক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সাংসদ ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সিলেট ব্যুরো প্রধান মকসুদ আহমদের মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি কথা বলেন। এসব ভুয়া আইডি বন্ধ করা না হলে ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করেছেন তিনি।


বিজ্ঞপ্তিতে ড. মোমেন বলেন, ‘ফেসবুকে অনেকে আমার নামে ভুয়া পেজ ও আইডি খুলে ব্যবহার করছেন, তা আমার দৃষ্টিগোচর হয়েছে। এমন কর্মকাণ্ড আমার জন্য অত্যন্ত বিব্রতকর।’

ড. মোমেন বলেন, ‘আমার নামের একটি ফেসবুক পেজ রয়েছে যা ফেসবুক কর্তৃপক্ষ ভেরিফাইড করেছে। এছাড়া আমার নিজের অন্য কোনো ফেসবুক পেজ নেই। আমার নামে তৈরি এসব ভুয়া পেজ ও আইডি ব্যবহারকারীরা নিজে থেকে তা বন্ধ না করলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবো।’

প্রসঙ্গত, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একডজনের বেশি আইডি ও পেজ সক্রিয় রয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন