এবার বইমেলায় ১৬ দিনে কোটি টাকার বই বিক্রি

  17-02-2019 05:11PM

পিএনএস ডেস্ক : অমর একুশে বইমেলায় ষোলো দিনে বাংলা একাডেমী প্রায় কোটি টাকার বই বিক্রি করেছে।
রোববার বেলা ৩টার দিকে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ৯৭ লাখ ৭৬ হাজার ১০৮ টাকার বই বিক্রি করেছে বাংলা একাডেমীর পুস্তক বিক্রয় কেন্দ্র। যা বিগত বছরের তুলনায় ২৯ লাখ ৯৯ হাজার ৬০২ টাকা বেশি।

তবে গত বছরের মেলার ২৮ দিনে এক কোটি ৫৬ লাখ ৪৩ হাজার টাকার বই বিক্রি করেছিল বাংলা একাডেমী।

এবারের মেলায় এখন পর্যন্ত ২,৪৭৭টি বই প্রকাশিত হয়েছে। প্রকাশিত বইয়ের মধ্যে ৪০৫টি গল্পগ্রন্থ, উপন্যাস ৪০২টি এবং ৭৬০টি কবিতার বই রয়েছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন