প্রধানমন্ত্রীর নির্দেশনা পেলেই চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির কাজ শুরু: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

  18-02-2019 01:10PM

পিএনএস ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা পেলেই সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর বিষয়ে কাজ শুরু হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

রোববার তিনি গণমাধ্যমকে বলেন, ইশতেহারে বয়স বৃদ্ধির বিষয়টি এসেছে। প্রধানমন্ত্রী নিশ্চয়ই এ বিষয়টি ক্লিয়ার করবেন। কেবল তো সরকারের এক মাস অতিক্রম করলাম। একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।

ফরহাদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়কেই নির্দেশনা দেবেন। আমরা নির্দেশনার অপেক্ষায় আছি। প্রধানমন্ত্রী নির্দেশনা দিলে তখন আমরা কাজ শুরু করবো।

প্রতিমন্ত্রী বলেন, সমস্ত ইশতেহার বাস্তবায়নের জন্য সব মন্ত্রণালয়কে তাগিদ দেওয়া হয়েছে। সেখানে ইশতেহারে যা যা আছে আমরা অবশ্যই বাস্তবায়ন করবো।
প্রসঙ্গত, বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩০ বছর এবং অবসরের বয়স ৫৯ বছর। ১৯৯১ সালের জুলাইয়ে বয়স ২৭ বছর থেকে বাড়িয়ে ৩০ বছর করা হয়। একই বছরের ডিসেম্বরে অবসরের বয়স ৫৭ বছর থেকে বাড়িয়ে করা হয় ৫৯ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তানদের সরকারি চাকরিতে প্রবেশের বর্তমান বয়সসীমা ৩২ বছর।

গতবছরের শেষ দিক থেকে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবি জানিয়ে আসছেন চাকরিপ্রত্যাশীরা।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন