অগ্নিকাণ্ডে মৃতরা শহীদের মর্যাদা পাবেন : আহমদ শফী

  21-02-2019 08:56PM

পিএনএস ডেস্ক : পুরান ঢাকার চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে আমিরে হেফাজত শাহ আহমদ শফী বলেছেন, চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতরা সবাই শহীদের মর্যাদা পাবেন।

বৃহস্পতিবার দুপুরে হেফাজতের কার্যালয় থেকে এক শোকবার্তার মাধ্যমে জানানো হয়।

শোকবার্তায় শাহ আহমদ শফী বলেন, চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত ও শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সেই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

তিনি বলেন, অগ্নিকাণ্ডে যারা মারা গেছেন, তারা শহীদের মর্যাদা পাবেন ইনশা আল্লাহ। এ দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি এবং মসজিদে-মসজিদে বিশেষ দোয়ার আয়োজনের জন্য সম্মানিত ইমাম ও খতিবদের প্রতি অনুরোধ করছি।

বুধবার রাতে চকবাজারের একটি ভবন থেকে আগুনের সূত্রপাত হলে তা ভয়াবহ আকার ধারণ করে। সেখান থেকে এখন পর্যন্ত ৭০ টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন