অর্ধেকের বেশি লাশ চেনার উপায় নেই!

  21-02-2019 09:23PM

পিএনএস ডেস্ক : রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অর্ধেকের বেশি লাশ দেখে চেনার কোনো উপায় নেই। দেহগুলো এমনভাবে পুড়ে গেছে যে, ডিএনএ টেস্ট ছাড়া সনাক্ত করা সম্ভব নয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ২২জনের লাশ সনাক্ত করে নিয়ে গেছেন তাদের স্বজনরা। সব মিলিয়ে ত্রিশ জনের লাশ দেখে চেনা সম্ভব হবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়কারী সামন্ত লাল সেন।

বিকাল পর্যন্ত ঢাকা মেডিক্যালে ৬৭ জনের মৃতদেহ এসেছে। তাছাড়া আরও তিনটি ব্যাগে লাশের খণ্ডিত অংশ আনা হয়। সব মিলিয়ে ৭০টির মতো লাশ মর্গে আছে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্তরা। লাশের সন্ধানে হাজারো স্বজন ভিড় করছেন মর্গের আশপাশে। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। অনেকেই স্বজনের ছবি নিয়ে সংবাদমাধ্যমের কর্মীদের কাছে নিয়ে যাচ্ছেন; যদি লাশটি দ্রুত পাওয়া যায়- এই আশায়।

ডা: সামন্তলাল আজ সাংবাদিকদের বলেছেন, 'লাশগুলো এমনভাবে পুড়ে গেছে যে কঙ্কালের মতো হয়েছে। সে ক্ষেত্রে লাশগুলোর ডিএনএ পরীক্ষা করাতে হবে।'

অন্যদিকে ঢামেকের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ সাংবাদিকদের বলেন, 'অন্তত ৩০ জনের লাশ শনাক্ত করা সম্ভব হবে বলে মনে হচ্ছে। এক-তৃতীয়াংশ লাশই পুড়ে ছাই হয়ে গেছে। এসব লাশ ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্তের কাজ করতে হবে। পুলিশের নির্দেশ পেলে বাকি লাশগুলোর ময়নাতদন্তের কাজ করা হবে।'

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন