‘দশভুজা বাঙালি’ সম্মাননা পেলেন আহমেদ আকবর সোবহান

  23-02-2019 12:26PM

পিএনএস ডেস্ক : ব্যবসাখাতে অনন্য অবদানের জন্য কলকাতার ঐতিহ্যবাহী সেন্ট জেভিয়ার্স কলেজের ‘দশভুজা বাঙালি’ সম্মাননা পেলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুই দিনব্যাপী আয়োজনের শেষ দিন গতকাল শুক্রবার সন্ধ্যায় কলেজটিতে বর্ণাঢ্য অনুষ্ঠানে আহমেদ আকবর সোবহানকে এ পুরস্কারে ভূষিত করা হয়। তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন তার ছেলে ও বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান।

আহমেদ আকবর সোবহান ছাড়াও ‘দশভুজা বাঙালি’ সম্মাননা পেয়েছেন খ্যাতিমান বাঙালি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী, কবি জয় গোস্বামী, নাট্যকার ব্রাত্য বসু, চিত্র পরিচালক সুজিত সরকার, অভিনেত্রী জয়া আহসান, ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত, চিকিৎসক ডা. সুকুমার মুখোপাধ্যায় ও চলচ্চিত্র সমালোচক শৈবাল চ্যাটার্জি।

জানা গেছে, আয়োজনের প্রথম দিন ২১ ফেব্রুয়ারিতে ছিল বাংলা ভাষায় নাচ, গান, কবিতা আবৃত্তির মতো সাংস্কৃতিক অনুষ্ঠান। আর দ্বিতীয় দিন ২২ ফেব্রুয়ারি ‘দশভুজা বাঙালি ২০১৯’ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন