‘ত্রাণ বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা’

  16-03-2019 03:24PM

পিএনএস ডেস্ক : ত্রাণ বিতরণে কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। শনিবার দুপুরে সাভারের কলমা এলাকায় ওয়াজ আলী মডেল স্কুলের চারতলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে তিনি একথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন, শিক্ষার হার বাড়ানোর জন্য বর্তমান সরকার নানা উদ্যোগ হাতে নিয়েছে। বাংলাদেশে কোন দুস্থ ও অসহায়দের ছেলে মেয়ে পড়াশোনা করা থেকে বাদ যাবে না। সরকার তাদের লেখা পড়ার ব্যবস্থা করে দিচ্ছে।

পরে সাভারের গেন্ডা এলাকায় প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে সাভার উপজেলা প্রশাসন ও সকল এনজিও সমন্বয় উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে এসময় সাভার উপজেলা পরিষদের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মঞ্জুরুল আলম রাজীব, সাভার ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা, আশুলিয়ার ইউনিয়নের চেয়ারম্যান সাহাব উদ্দিনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন