১৫ মাস পর বাসায় ফিরলেন নিখোঁজ সাবেক রাষ্ট্রদূত মারুফ

  16-03-2019 07:56PM

পিএনএস ডেস্ক : প্রায় ১৫ মাস পর বাসায় ফিরেছেন নিখোঁজ ভিয়েতনামের সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান। শনিবার সন্ধ্যায় তার বড় মেয়ে শবনম জামান সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। ধানমন্ডি থানার ওসি মো. আব্দুল লতিফও বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাড়ে ১৫ মাস অথবা ৪৬৭ দিন পর আমার বাবা ফিরে এসেছেন। আমার বোন এবং আমি এ কয়দিন যারা আমাদের ব্যক্তিগতভাবে সহযোগিতা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমরা এখন কিছু নিভৃত সময় চাই যাতে আমাদের ক্ষতি কাটিয়ে উঠতে পারে।

তিনি ফেরার বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে এখনই কথা বলতে চান না বলেও জানান শবনম জামান ।

ধানমন্ডি থানার ওসি বলেন, শুক্রবার রাত ১টার দিকে তিনি বাসার গেটে আসেন। বাসার দারোয়ান তাকে চিনতে পারেন ও ভেতরে নিয়ে যান। তবে তিনি খুব অসুস্থ। এ বিষয়ে বিস্তারিত কিছু এখনই বলা যাচ্ছে না।

২০১৭ সালের ৪ঠা ডিসেম্বর মেয়েকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আনতে গিয়ে নিখোঁজ হন মারুফ জামান। এরপর ধানমন্ডি থানায় পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন