‘সমাজকেও শিশুদের রক্ষায় দায়িত্ব নিতে হবে’

  17-03-2019 09:59PM

পিএনএস ডেস্ক : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে শিশু ধর্ষণ ও হত্যা বেড়েই চলছে। তাই শিশুদের সুরক্ষায় কেবল আইন করলেই চলবে না। সমাজকেও শিশুদের সুরক্ষার দায়িত্ব নিতে হবে। মাদক এবং অনাচারের হাত থেকে তাদের রক্ষা করতে হবে।

রোববার রাজধানীর কাকরাইলে উইল্‌স লিট্‌ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভায় রাশেদ খান মেনন এসব কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করে শিশু-কিশোরদের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনায় শিক্ষিত করতে হবে। তাহলেই আমরা ভবিষ্যতের সোনার বাংলা গড়তে পারবো। আর শৈশবের আনন্দ ফিরিয়ে দিয়ে ছেলে-মেয়েদের লেখাপড়ার কঠোরতা কমাতে হবে। তাদের আদর এবং ভালোবাসা দিয়ে মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

উইল্‌স লিট্‌ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি আরিফুর রহমান টিটুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন আবদুল মুকিত হাওলাদার হৃদয়, সারোয়ার হোসেন, অধ্যাপক আবুল হোসেন, উত্তম কুমার হাজরা প্রমুখ।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন