ধানমন্ডিতে বুধবার চালু হবে চক্রাকার বাস, ভাড়া জেনে নিন

  25-03-2019 09:51PM

পিএনএস ডেস্ক : রাজধানীর ধানমন্ডি এলাকায় বুধবার থেকে চালু হচ্ছে চক্রাকার বাস সার্ভিস। মঙ্গলবার থেকে এই সার্ভিস চালু হওয়ার কথা থাকলেও, স্বাধীনতা দিবসের কারণে তা একদিন পেছানো হয়েছে।

সোমবার আজিমপুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের ব্রিফিংকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন এ কথা জানান।

সাঈদ খোকন বলেন, ‘ঢাকা শহরের যে তিনটি এলাকায় চক্রাকার বাস সার্ভিস উদ্বোধন করার কথা ছিল তার প্রথমটি আগামী ২৭ মার্চ ধানমন্ডি এলাকা থেকে আমরা শুরু করতে যাচ্ছি। এদিন বেলা ১১টা ৩০ মিনিটে এই বাস সার্ভিস উদ্বোধন করা হবে।’

তিনি বলেন, ‘আশা করি এর মাধ্যমে এই এলাকার যানজট ও যেসব অব্যবস্থাপনা ছিল সেগুলো অনেকটাই দূর হয়ে যাবে।’

ভাড়া নির্ধারণের ব্যাপারে মেয়র বলেন, ‘অন্য যেকোনো যানবাহনের তুলনায় সস্তা এবং আরামদায়ক হবে। দূরত্ব ভেদে ১০, ২০ এবং ৩০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। বিআরটিসির এসি এবং নন-এসি উভয় ধরনের বাসই থাকবে। যে দূরত্বে রিকশায় যেতে ৩০-৪০ টাকা দিতে হয়, সেই একই দূরত্বে এয়ার কন্ডিশনের একটি ভালো বাসে লাগবে মাত্র ১০ টাকা।’

চালকদের প্রশিক্ষণের ব্যাপারে মেয়র বলেন, ‘চালকদের প্রশিক্ষিত করতে ঢাকা পরিবহন কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও মালিক শ্রমিক সমিতির সঙ্গে সমন্বয় করে যৌথ উদ্যোগে প্রশিক্ষণ কেন্দ্র চালু করতে যাচ্ছি। এ ক্ষেত্রে জমির একটি সমস্যা ছিল। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জমির ব্যবস্থা করবে।’

উল্লেখ্য, গত ২০ মার্চ রাজধানীতে বাস রুট রেশনালাইজেশন কল্পে গঠিত কমিটির চতুর্থ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভাশেষে রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যানজট নিরসনে ধানমন্ডি-নিউমার্কেট-আজিমপুর চক্রাকার বাস সার্ভিস চালুর সিদ্ধান্তের কথা জানান ডিএসসিসি মেয়র সাঈদ খোকন।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন