আজ থেকে সারাদেশে ‘ট্রাফিক পক্ষ’ শুরু

  16-04-2019 12:33PM


পিএনএস ডেস্ক: সড়ক ও মহাসড়কে সড়ক দুর্ঘটনা রোধ এবং জনসাধারণকে ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধ করতে আবারও দেশব্যাপী ‘ট্রাফিক পক্ষ’ পালিত হচ্ছে। আজ মঙ্গলবার থেকে সারাদেশে একযোগে ‘ট্রাফিক পক্ষ’ শুরু হয়ে চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।

গতকাল সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি (ট্রাফিক ম্যানেজম্যান্ট) একে এম মোশারফ হোসেন মিয়াজী স্বাক্ষরিত এক পত্রের বরাতে এসব তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

এর আগে সড়কে শৃঙ্খলা রক্ষায় গত ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত পঞ্চমবারের মতো ট্রাফিক সপ্তাহ পালন করে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ট্রাফিক সপ্তাহে রাজধানীর বিভিন্ন পয়েন্টে যানবাহনের নিবন্ধন, লাইসেন্স, ফিটনেস, ইনস্যুরেন্সসহ নানা কাগজপত্র ও মেয়াদ যাচাই-বাছাই করা হয়।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন