গ্রিসে বাংলাদেশিসহ ৫৯ অভিবাসী আটক

  21-04-2019 09:06AM


পিএনএস ডেস্ক: গ্রিসে বাংলাদেশিসহ ৫৯ জন অনথিভুক্ত অভিবাসীকে আটক করেছে দেশটির পুলিশ। শুক্রবার বিকেলে দেশটির থেসালোনিকি শহর থেকে ৩০ কিলোমিটার পূর্বের হাইওয়েতে একটি ট্রাক থামিয়ে তাদেরকে আটক করা হয়। গ্রিক পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ৬৬০ সিটি নিউজ ডটকম।

ট্রাকটিতে বুলগেরিয়া থেকে চুরি হওয়া একটি লাইসেন্স প্লেট থাকায় এটিকে থামায় গ্রিক পুলিশ। বুলগেরিয়া থেকে একাধিক লাইসেন্স প্লেট চুরি হওয়ার বিষয়ে অবগত ছিল তারা। ট্রাকটিতে নিরোধক সামগ্রীর বেশ কয়েকটি বাক্সের পেছনে লুকিয়ে ছিল এই ৫৯ অভিবাসী।

এসব অভিবাসীর অর্ধেক সোমালিয়ার নাগরিক। এছাড়া আছে বাংলাদেশ, আফগানিস্তান, মিশর, ইরিত্রিয়া, ইরাক, ফিলিস্তিন ও সুদানের নাগরিক। এই ঘটনায় বুলগেরিয়ার নাগরিক ৬১ বছর বয়সী ট্রাকচালককে গ্রেফতার করা হয়েছে।


পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন