এক ইঞ্চি নদীও কেউ দখল করতে পারবে না : নৌ প্রতিমন্ত্রী

  21-04-2019 09:41PM

পিএনএস ডেস্ক : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী বলেছেন, সবার সহযোগিতা নিয়ে দেশের দখলকৃত নদী উদ্ধার করা হচ্ছে। আগামী দিনে দেশের এক ইঞ্চি নদীও কেউ দখল করতে পারবে না।

রোববার (২১ এপ্রিল) দুপুরে মাদারীপুরের শিবচরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে ১০ কোটি টাকা ব্যয়ে ৯৯ মিটার দীর্ঘ শেখ হাসিনা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

খালেদ মাহমুদ চৌধুরী আরও বলেন, শেখ হাসিনার সরকার গত ১০ বছরে দেশকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছে। দেশে বর্তমানে সরকারি ও বেসরকারি পর্যায়ে ২০০ ড্রেজার রয়েছে। আগামী এক বছরে আরো ২০০ ড্রেজার সংযুক্ত হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, আগে সনাতন পদ্ধতিতে মাটি কাটা হতো, এখন শেখ হাসিনার আমলে ডিজিটাল পদ্ধতিতে মাটি কাটা হয়।

খালেদ মাহমুদ চৌধুরী বলেন, দেশের গার্মেন্টস, টেক্সটাইলসহ অন্য ব্যবসায়ীরাও এখন ড্রেজিং ব্যবসায় চলে আসছেন। বঙ্গবন্ধুর সব স্মৃতি নৌকার ওপর। তাই শেখ হাসিনার সরকার দেশের ১০ হাজার কিলোমিটার নৌপথ খনন করবে।

নৌপরিবহন মন্ত্রনালয়ের সচিব আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইফ নুর-ই-আলম চৌধুরী, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর এম মাহবুব-উল ইসলাম, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান প্রলয় কান্তি বিশ্বাস, মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার সুব্রত কুমার হালদার প্রমুখ।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন